এলোমেলো ভাবনারা – ১
এমনও অনেক দিন আসে, যেখানে বাক্যহারা হওয়া ছাড়া উপায় থাকে না। কতকিছু বলতে চেয়েও মানুষ যখন পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়ায়, একম কোনও শব্দই গুছিয়ে উঠতে পারে না, যা দিয়ে সে নিজের ভিতরটার সামান্য বর্ণনাও করে উঠতে পারে। গতকাল দিল বেচারা দেখলাম; হয়তো সুশান্ত বেঁচে থাকলে, এতটা তাড়াতাড়ি সিনেমাটা দেখতামাও না। কিন্তু, একটা নায়কের মৃত্যু আর …