ঝড় ভাবে তার থেকে শক্তিশালী কেউ নেই। তাই সমস্ত শক্তি দিয়ে আছড়ে পড়ে। সত্যিই, অপর দিকও ভেঙে চুড়ে শেষ হয়ে যায়। ঝড় যেটা ভুলে যায়, সেটা হল ‘আশা’। যা দিয়ে অপর দিক আবার একটা ঝড়ের অপেক্ষায় একই রকমভাবে সবটা গড়ে তুলবে। আর ঝড়ের এখানেই হার।
ঝড় যখন আসে, তার দিগবিদিক জ্ঞান থাকে না। আগের বারের থেকেও ভয়ঙ্কর হয়ে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। একটা ক্ষতের ওপর আরেক ক্ষত চাপিয়ে দেয়। খড় এটা জানে না, মানুষের কাছে যেটা থাকে – তা প্রচেষ্টা। নতুন করে তৈরি করে নেওয়ার জেদ। আর ঝড়ের এখানেই হার।
ঝড়ের ‘শেষে সূর্য ধোয়া ঘর’ হয়তো সবার থাকে না। কিন্তু, এক গলা জলের মধ্যে দাঁড়িয়েও মানুষ এটুকু বলার ক্ষমতা রাখে – আমরা মাটি থেকে গড়েছিলাম – মাটির শেষ নেই। আবারও গড়ে নেবো। ঝড়ের এখানেই পরাজয়৷